বিশ্ব যখন করোনা মহামারির থমথমে অবস্থা। আর করোনার কারনে বিশ্ব বাণিজ্য যখন স্থবিরতার মধ্যে দিয়ে চলছে ,তারও মধ্যে থেমে নেই মানবকল্যাণে আবিষ্কারের কাজ। আমরা আজ এমন পাঁচ টি আবিষ্কার সম্পর্কে জানতে চলছি যা জানার পর আপনি বুঝতে পারবেন প্রযুক্তি কতটা এগিয়ে গেছে । সভ্যতার চাকা এগিয়ে নিতে ক্রমাগত চলছে নানামুখী প্রচেষ্টা গবেষকরার কাজ ।আর প্রতি বছরের মত এ বছরও এর ব্যতিক্রম হয়নি।মানুষের পড়া-লেখা, খাদ্যাভাস ও যোগাযোগকে আরো গতিশীল করতে বিজ্ঞানীকরা-গবেষকদের নিরলস পরিশ্রমের সাফল মিলেছে ২০২১ সালেও।এ বছরে যারা পৃথিবীকে উপহার দিয়েছেন কল্যাণয়ি আবিষ্কার তাদের কর্মের এক দীর্ঘ তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত 'টাইম' ম্যাগাজিন।
আমাদের এই পৃথিবীতে এখনো কোটি কোটি লোক আছে যারা পড়তে পারেন না। পড়ালেখা জানা অনেকে পড়তে পারছেন না ক্ষীণ দৃষ্টির কারণে। বাজারে চলে এমন চোখ দাধানো প্রযুক্তি। মানুষদের জন্য চলে এলো 'ওরক্যাম রিড' খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার।
অনেকের পড়ালেখা জানা আছে কিন্ত পড়তে পারছেন না ক্ষীণ দৃষ্টির কারণে। এমন মানুষদের জন্য 'ওরক্যাম রিড' খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার।
এই যন্ত্রটি ব্যবহার করে সহজেই পড়া যাবে পছন্দের লেখা। কেননা, লেখার উপর এই যন্ত্র ধরলে তা উচ্চস্বরে পড়ে দেবে খুব সহজেই । ওরক্যাম রিড বেশ কয়েকটি ভাষায় পড়তে পারে বলে জনাই আবিষ্কারকরা । কিন্তু কতটি ভাষা থাকবে তার কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
তবে ওরক্যাম রিড দাম ১ হাজার ৯৯০ ডলার পড়বে বলে জানানো হয়েছে।