গুগল আর ফেইসবুকের উপর জরিমানা আরোপ করেছে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা্ ।ফ্রান্সের এক প্রতিবেদন থেকে  যানা যাই কুকি প্রত্যাখ্যানের প্রক্রিয়া বেশি জটিল করায় ফেসবুক আর গুগলকে ২১ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্সের বাজার পরিদশক সংস্থা। কুকি হচ্ছে ঐসব ছোট ছোট ডেটা প্যাকেট যার সাহায্যে ওয়েব ব্রাউজার ডেটা সংরক্ষণ করে ব্যবহারকারীদেরকে টার্গেটেড অ্যাড দেখানোর জন্য সেখান থেকে তথ্য সরবরাহ করা হয়ে থাকে। 


আর ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখ্যান করার প্রক্রিয়া সহজ করতে বলা হয়েছে পর্যবেক্ষক সংস্থাটির পক্ষ থেকে। কিন্তু ফেসবুক ও গুগল কে হুশিয়ারি দেয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে এই নির্দেশ না মানলে প্রতিদিন ১ লাখ ইউরো করে জরিমানা করা হবে প্রতিষ্ঠান দুটিকে।

ফ্রান্সের ডেটা গোপনতা পরিদশ্কক্ষ ‘ CNIL’ এর অভিযোগ করেছেন যে ব্যবহারকারীদের জন্য যে কুকি বা অনলাইন ট্র্যাকার প্রত্যাখানের প্রক্রিয়া অনেক বেশি জটিল করে তুলেছিল ফেসবুক আর গুগল। সংস্থাটি আরোবলে (CNIL)এর ডেটা নিরাপত্তা প্রধান কারিন কাইফার বলেছেন আপনি যখন কুকি গ্রহণ করবেন সেটা এক ক্লিকেই হয়ে যায়। প্রত্যাখ্যানের বিষয়টিও এক ক্লিকেই হওয়া উচিত বলে  দাবি করেছেন। CNIL তাদের প্রতিবেদনে জানাই প্রতিষ্ঠান দুটি এক ক্লিকে কুকি সংগ্রহণ করার ভার্চুয়াল বাটন রাখলেও, সহজে প্রত্যাখ্যানের জন্য একই রকমের কোনো ভুমিকাই রাখেনি। কুকি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার কারীর অনুমতি নেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ) এর ডেটা গোপনতা নীতিমালায়। অন্য দিকে CNIL-এর কাছেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি। কুকি প্রত্যাখ্যান নিয়ে ফেসবুককে জরিমানা করা হয়েছে ৬ কোটি ইউরো। অন্য দিকে গুগলের জরিমানার পরিমাণ অবশ্য ফেসবুকের চেয়ে অনেকটাই বেশি। গুগলকে জরিমানা করা হয়েছে ১৫ কোটি ইউরো।

জরিমানার পর ফেসবুকের  মেটার পক্ষ থেকে বলা হয়ছে আমাদের কুকি স্বীকৃতি নিয়ন্ত্রণ ব্যবস্থা মানুষকে নিজস্ব ডেটার উপর আরো বেশি নিয়ন্ত্রণ দেওয়া হয়। আর এই মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের নতুন সেটিংস মেনুও আছে যেখানে মানুষ যে কোনো সময় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। আমরা এই বিষয়গুলো উন্নয়নের জন্য গুরুত সহকারে কাজ চালিয়ে যাবো।

অন্যদিকে গুগলের থেকে জানানো হয় যে, মানুষ তাদের গোপনিয়তা অধিকার এবং তাদের নিরাপদ রাখার বিষয়ে গুগলকে বিশ্বাস করে। সেই বিশ্বাস রক্ষা যে আমাদের দায়িত্ব সেটা আমরা বুঝতে পারছি।  আমরা আরো পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা সিএনআইএল-এর সঙ্গে কাজ চালিয়ে যাবো।আমরা পুরবের রেকর্ড  থেকে জানি ২০১৮ সালে ব্যক্তিগত ডেটা প্রসঙ্গে নতুন আইন করেছে (ইউ) । ব্যবহারকারীর কম্পিউটারে কুকি ইনস্টল করার আগে ব্যবহারকারীর সরাসরি অনুমতি নিয়ে হয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান গুলোকে রয়েছে আরো নানা তদারকি ।এমন পরিস্থিতিতে ইউরোপের আইন লঙ্ঘনের অভিযোগে একাধিকবার জরিমানার মুখে পড়েছে গুগল।

Post a Comment

أحدث أقدم