মা ছাড়া জীবন | মা সম্পর্কে কিছু কথা | মাকে নিয়ে কষ্টের কিছু কথা
মা শব্দের সাথে সকলেই পরিচিত। আর এই মা শব্দের মধ্যে লোকিয়ে আছে হাজারো আবদার ও সেহে মমতা বড়া এক বাস্তব সর্গের হাসি। তাই মা ছাড়া জীবন যেন শুকনো কাঠের পুতুল হয়ে থাকা
প্রতেক সন্তান মায়ের স্পর্শেই ধীরে ধীরে পূর্ণ মানুষ হয়ে ওঠে তাই পৃথিবীতে মা ছাড়া জীবনকে সকলে মুল্য হিন বলে মনে করে। বছরের প্রতেক দিন ও প্রতিটি সেকেন্ড মা ছাড়া জীবন চালানো একে বারে অসম্ভব
তাই আমরা প্রতেক সেকেন্ডে সেকেন্ডে মনে রাখতে চাই 'মা' শব্দটিকে। তাই এই শান্তির ডাক "মা" শতকিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা করা যাই না। মোট কথা মা ছাড়া জীবন মাঝি ছাড়া নৌকা।
إرسال تعليق